নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফাইভজি সংযোগ হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লবের ডিজিটাল মহাসড়ক। ফাইভজির ওপর নির্ভর করেই চতুর্থ শিল্পবিপ্লব গড়ে উঠবে। আমরা প্রযুক্তির এই ডিজিটাল মহাসড়ক তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছি। ২০২১ সালের মধ্যেই ফাইভজি প্রযুক্তির যাত্রা শুরু হবে বলে আশা করছি।
দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিদেশি বিনিয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে ইতোমধ্যে প্রাথমিকভাবে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে ফাইভজি সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
শুক্রবার (৩০ জুলাই) রাতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘চতুর্থ শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা: উদ্ভাবন ও গবেষণায় ডিজিটাল রূপান্তর’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য জানান।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বক্তব্য দেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, উদ্ভাবনের মাধ্যমে চীন বিশ্বে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমাদেরকেও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার বিকল্প নেই।
তিনি বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে মানবসম্পদ তৈরির কাজটি শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল শিক্ষা শুরু করলে আগামীর দক্ষ মানবসম্পদ তৈরি করা কঠিন কাজ বলে উল্লেখ করেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিকের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার স্তরকেও উদ্ভাবন ও গবেষণায় অনেক মনোযোগী হতে হবে।
প্রযুক্তি ডেস্ক: একবার কল্পনা করুন তো। গুগলে আপনার নাম সার্চ করলেন এবং দেখলেন যে আপনার ছবি উইকিপিডিয়ার এমন একটি আর্টিকেলের সঙ্গে লিংক করা, যা একজন সিরিয়াল কিলার এবং ধর্ষক সম্পর্কে লেখা হয়েছে।
অর্থাৎ গুগলে সার্চ করার পর নিজেকে খুনি ও ধর্ষক হিসেবে আবিষ্কার করলেন আপনি। এ ঘটনা মুহূতেই আপনার জীবন উলট-পালট করে দিতে পারে, তাই না? ঠিক এ ঘটনাই ঘটেছে সুইজারল্যান্ডের জুরিখের বাসিন্দা হিস্ট্রো জর্জিভের সঙ্গে। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার।
জর্জিভ ইনবক্স চেক করার সময় তার একজন প্রাক্তন সহকর্মীর ইমেইল দেখতে পান, যিনি মেইলে জানান যে, জর্জিভের ছবি গুগল ভুল করে বুলগেরিয়ার একজন প্রাক্তন খুনির সঙ্গে যুক্ত করে দিয়েছে। ইমেইলটি পড়ে জর্জিভ সঙ্গে সঙ্গে গুগল সার্চ বারে নিজের নাম টাইপ করেন। এবং হ্যাঁ, তার সহকর্মীর তথ্য ভুল ছিল না।
গুগল নলেজ গ্রাফে জর্জিভ নিজের ছবি দেখতে পান কিন্তু তা বুলগেরিয়ান সিরিয়াল কিলারের আর্টিকেলের সঙ্গে লিংক করা, যার মৃত্যুদণ্ড ১৯৮০ সালে কার্যকর করা হয়েছিল। ওই সিরিয়াল কিলারের নামও হিস্ট্রো জর্জিভ।
জুরিখের এই প্রকৌশলী উইকিপিডিয়া ওপেন করার পর সেখানে নিজের ছবি দেখতে পাননি। উইকিপিডিয়ার আর্টিকেলে প্রকৃত খুনির ছবিই রয়েছে। অথচ গুগল তাদের নলেজ গ্রাফে উইপিকিডিয়ার ওই আর্টিকেল লিংকে জর্জিভের ছবি দিয়েছে।
উল্লেখ্য, গুগলে কোনো আলোচিত ব্যক্তি সম্পর্কে সার্চ করলে ওই ব্যক্তি সম্পর্কিত প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই, সার্চ ইঞ্জিনের ডান পাশে দেখা যায়, এটিই হচ্ছে গুগলের নলেজ গ্রাফ।
এক ব্লগ পোস্টে জর্জিভ জানান, গুগলের নলেজ গ্রাফ অ্যালগরিদম সিরিয়াল কিলার সম্পর্কিত উইকিপিডিয়ার ওই আর্টিকেলের সঙ্গে তার ছবিটি মিথ্যাভাবে যুক্ত করেছে। তিনি আরো বলেন, ‘এটি বেশ অবাক করা এবং আশ্চর্যজনক ঘটনা। কারণ আমার নামটি বিশেষ বা অনন্য নয়। এই নামে বিশ্বে আরো শতাধিক মানুষ রয়েছেন। অথচ এতো মানুষ থাকতে আমার ছবিটিই সিরিয়াল কিলার হিসেবে জুড়ে দেওয়া হয়েছে।’
জর্জিভ ঘটনাটি নিয়ে প্রথমে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করলেও, পরে বিষয়টি তার কাছে বেশ গুরুতর বলে মনে হয়। তিনি বলেন, ‘কেউ উইকিপিডিয়ার আর্টিকেলটি পড়লে বুঝতে পারবে যে, তিনি এবং খুনি দুজন ভিন্ন ব্যক্তি। তবে সবাই শতভাগ নিশ্চিত নাও হতে পারে। গুগল অ্যালগরিদমের এ ধরনের ভুল সত্যিই ভীতিকর। এ জাতীয় ছোট একটি ভুল কারো ক্যারিয়ার থেকে শুরু করে সম্মান ধ্বংস করে দিতে পারে।’
নিজের জীবনের এ অভিজ্ঞতার প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন জর্জিভ। ইন্টারনেটে আপনার কী ধরনের তথ্য প্রকাশ পাচ্ছে, সে ব্যাপারে চোখ-কান খোলার রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
যা হোক, সর্বশেষ খবর হলো গুগল ইতিমধ্যে ভুল শুধরে নিয়েছে বলে জানিয়েছেন জর্জিভ। বর্তমানে হিস্ট্রো জর্জিভ নামে সার্চ করলে ‘দ্য স্যাডিস্ট’ নামে পরিচিত কুখ্যাত বুলগেরিয়ান সিরিয়াল কিলারের নলেজ গ্রাফে তার ছবি আর দেখাচ্ছে না গুগল।
প্রযুক্তি ডেস্ক: গেলো মে মাসে বার্ষিক ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েড ১২-এর প্রথম বেটা ভার্সন উন্মোচন করেছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি ওই অপারেটিং সিস্টেমেরই দ্বিতীয় বেটা ভার্সন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে বলেছে, অ্যান্ড্রয়েড ১২-এর দ্বিতীয় বেটা ভার্সনে নতুন প্রাইভেসি ফিচার যুক্ত করা হয়েছে। এই প্রাইভেসি ফিচারের নাম ‘ড্যাশবোর্ড’। এছাড়া এতে আরও অনেক ফিচার যুক্ত করা হয়েছে, যেগুলো স্থায়িত্ব এবং কর্মদক্ষতা বাড়াবে বলেও দাবি করা হচ্ছে।
বর্তমানে অ্যান্ড্রয়েড ১২-এর দ্বিতীয় বেটা ভার্সন শুধু গুগলের পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীরাই ব্যবহারের সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড ডেভেলপার ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি এটি ডাউনলোড করা যাবে। জুলাইয়ে অ্যান্ড্রয়েড ১২-এর তৃতীয় বেটা ভার্সন উন্মোচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে গুগল। আর বেটা-৪ উন্মোচন করা হবে আগস্টে।
যেসব সুবিধা থাকছে
প্রাইভেসি ড্যাশবোর্ড: প্রাইভেসি ড্যাশবোর্ডে ব্যবহারকারী প্রাইভেসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। কোন কোন অ্যাপ ব্যবহারকারী কী ধরনের ডাটা ব্যবহার করছে এবং কতক্ষণ পর পর ওইসব ডাটায় প্রবেশ করছে, সে সম্পর্কে তথ্য থাকবে ড্যাশবোর্ডে। কোনও অ্যাপকে ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দিতে না চাইলে সেটিও করা যাবে এখান থেকেই।
মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা ইন্ডিকেটর: অ্যান্ড্রয়েড-১২ বেটা-২ একটি নতুন ইন্ডিকেটর নিয়ে এসেছে, যা স্ট্যাটাসবারের ডান কোণায় থাকবে। কোনও অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরায় প্রবেশ করলে ব্যবহারকারীকে বিষয়টি জানাবে এই ইন্ডিকেটর।
বেটার কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স: আরও ভালো উপায়ে নেটওয়ার্ক কানেকশন ব্যবস্থাপনার জন্য ব্যবহারকারীদের দারুণ সহায়তা করবে অ্যান্ড্রয়েড ১২। এই অপারেটিং সিস্টেমে ইন্টারনেট সংযোগ সমস্যার সহজ সমাধান পাওয়া যাবে বলেও জানিয়েছে গুগল।
প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার সম্পর্কে সবারই কমবেশি নিশ্চয়ই ধারণা আছে! বুধবার মাইক্রোসফটের এক ঘোষণায় জানানো হয়েছে, ২০২২ সালের ১৫ জুন থেকে ইউন্ডোজের বেশ কিছু ভার্সনে বন্ধ করা হবে এই ব্রাউজারের সাপোর্ট।
বিশ্বব্যাপী মাত্র ২ শতাংশ মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। এ কারণেই শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে এই ব্রাউজার। তবে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে এজ ব্রাউজারকেই প্রাধান্য দিচ্ছে মাইক্রোসফট।
গত ২০১৫ সালে এই ব্রাউজার আনে সংস্থা। মূলত ক্রোমের সঙ্গে অনেকটাই মিল রয়েছে নতুন ব্রাউজারটির। আপাতত এই ব্রাউজারকে জনপ্রিয় করে তুলতে আগ্রহী মাইক্রোসফট।
গুগলের ক্রোম, অ্যাপেলের সাফারির দাপটে ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয় অনেকে কমেছে। অন্যান্য ব্রাউজারের চেয়ে এটি ব্যবহারের দিক দিও বেশ জটিল। এ কারণেই আরও সহজ ব্রাউজে ঝুঁকছেন ব্যবহারকারীরা।
হোম পেজে কাস্টমাইজ করা শর্টকার্টের অভাব, অন্যান্য ব্রাউজারের তুলনায় জটিল ইউআই, অপেক্ষাকৃত ধীর গতির কারণে বেশিরভাগ মানুষই বেছে নিয়েছেন ক্রোম বা ফায়ার ফক্সের মতো ব্রাউজার। ফলে একেবারেই ব্যবহারকারীর পদচারণা নেই ইন্টারনেট এক্সপ্লোরারের।
পরিসংখ্যান বলছে, বিশ্বে মোট ডেক্সটপ ব্রাউজার ব্যবহারকারীদের মাত্র ২ শতাংশ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। সেখানে গুগল ক্রোম ব্যবহার করেন ৬৫ শতাংশেরও বেশি মানুষ।
অ্যাপেলের সাফারি ব্যবহার করেন ১০ শতাংশ মানুষ। অন্যদিকে মাইক্রোসফটেরই অপেক্ষাকৃত নতুন ব্রাউজার এজ ব্যবহার করেন বিশ্বের ৮ শতাংশ মানুষ।
একসময়কার জনপ্রিয়তম ব্রাউজার এখন ব্যবহার করা হয় শুধু ক্রোম ডাউনলোড করতে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিমও চোখে পড়ে। ৯০ দশকের প্রজন্ম হয়তো আজ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে না।
তবে ইন্টারনেট ব্যবহার করতে শেখা, বুকমার্ক করা, প্রথম ইমেল অ্যাকাউন্ট খোলাসহ নেটদুনিয়ায় হাতেখড়ি হয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমেই।
প্রযুক্তি ডেস্ক: বাজারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে অপো। এতে ১২ জিবি র্যামের পাশাপাশি রয়েছে অপো ফাইন্ড এক্স-৩ মডেলের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ মডেলের প্রসেসর।
ফোনটিতে আরো আছে, ২৫ এক্স জুম সাপোর্ট করা ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ৩ মেগাপিক্সেলের ম্যাক্সো সেন্সর। এ ফোনটিতে সনি আইএমএক্স-৭৬৬ সেন্সর যুক্ত ক্যামেরাও দেওয়া হয়েছে।
ফোনটিতে একটি ৬.৬৭ ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে থাকছে। অপোর এ ফোনে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাকআপ ব্যাটারি।
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড ও iOS ভার্সনে টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য এবার অটো ডিলিট নামে এক নতুন ফিচার নিয়ে হাজির হল সংশ্লিষ্ট অ্যাপ সংস্থা। টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই অটো ডিলিট ফিচারের সাহায্যে মাত্র ২৪ ঘণ্টা বা সাতদিনের মধ্যেই উধাও হয়ে যাবে চ্যাট বক্সের মেসেজগুলি। এর পাশাপাশি চ্যাট উইজেট, এক্সপায়ারিং ইনভাইট লিঙ্ক, নতুন অ্যানিমেটেড ইমোজি সহ একাধিক আপডেট এলো এই সোশ্যাল চ্যাটিং অ্যাপে।
প্রথমেই অটো ডিলিট ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। এক্ষেত্রে টাইমার সেট হওয়ার পর যে মেসেজগুলো পাঠানো হয়েছে, শুধুমাত্র সেই মেসেজগুলোর উপরেই কাজ করবে এই অটো ডিলিট ফিচার। আগের মেসেজগুলো কিন্তু চ্যাট হিস্ট্রিতেই থেকে যাবে। মেসেজ রিড করা নয়, তা পাঠানোর পর থেকেই কাজ শুরু করবে এই টাইমার।
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে টাইমার অন করতে হলে উপরের দিকে থ্রি ভার্টিকাল লাইন গিয়ে more অপশনে ক্লিক করতে হবে। এর পর ক্লিয়ার হিস্ট্রি ও চুজ দা ডিউরেশন অপশনে ক্লিক করতে হবে। তবে, যারা iPhone-এ টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন, তাদের একটু দীর্ঘ পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে কোনো একটি মেসেজের উপরে লং প্রেস করতে হবে। তার পর Select > Clear Chat (উপরের বামদিকে) > Enable Auto-Delete অপশনগুলোতে ক্লিক করতে হবে।
এর পাশাপাশি iOS-এর জন্য চ্যাট উইজেটও এনেছে টেলিগ্রাম। যা সদ্য আসা মেসেজগুলোর প্রিভিউ দেখাবে। একইসঙ্গে এক্সপায়ারিং ইনভাইট লিঙ্ক ফিচারও এনেছে অ্যাপপ্রস্তুতকারী সংস্থা। এক্ষেত্রে ব্যবহারকারীরা এক অন্যকে এই ইনভাইট লিঙ্ক পাঠাতে পারবেন। যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। পরে নিজে থেকেই এক্সপায়ার হয়ে যাবে। অর্থাৎ খানিকটা অটো-ইরেজ মেসেজের মতোই কাজ করবে এই লিঙ্ক।
নতুন লিঙ্কের সূত্র ধরে কারা কারা অ্যাপ জয়েন করছেন, সেটাও দেখতে পাবেন সংশ্লিষ্ট ব্যবহারকারীরা। নতুন মেম্বারর কোথা থেকে এসেছেন, সেই বিষয়টিও জানা যাবে। এক্ষেত্রে প্রথমে নিজের গ্রুপ বা চ্যানেলটি খুলতে হবে। তার পর যথাক্রমে প্রোফাইল, এডিট ও ইনভাইট লিঙ্কস (Profile > Edit > Invite Links) অপশনে যেতে হবে।
চ্যাটে নতুন একটি অ্যানিমেটেড ইমোজিও এসেছে। এই সমস্ত কিছুর পাশাপাশি অ্যাপের রিপোর্টিং সিস্টেমকে আপডেট করা হয়েছে অ্যাপ কর্তৃপক্ষের তরফে। এক্ষেত্রে কোনো ফেক অ্যাকাউন্ট রিপোর্ট করার সময় কমেন্টও জুড়ে দিতে পারেন ব্যবহারকারীরা।
অ্যাপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই চ্যাট ইমপোর্ট ফিচারটিকেও আরও উন্নত করে তুলেছে সংস্থা। এর পাশাপাশি টেলিগ্রাম গ্রুপগুলোতে একটি পরিবর্তন এসেছে। এক্ষেত্রে যে গ্রুপগুলো তে সদস্য সংখ্যা ২,০০,০০০-এর কাছাকাছি,সেগুলোকে ব্রডকাস্ট গ্রুপে রূপান্তরিত করা যাবে। একবার ব্রডকাস্ট গ্রুপ তৈরি হয়ে গেলে, সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি স্মার্ট ফোনে ব্যবহৃত অ্যান্ড্রয়েড সর্বাধিক জনপ্রিয় একটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম। ফলশ্রুতিতে এই অপারেটিং সিস্টেমের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোও ব্যবহারকারীদের নজর কেড়ে নেয়। চলতি মাসে গুগল বহুল প্রতীক্ষিত ভার্সন Android 12 এর Developer Preview 1 প্রকাশ করেছে।
গুগল সম্পূর্ণ ভার্সনটি প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ না করলেও একটি সময় রেখা শেয়ার করেছে যেখানে দেখা যায় যে এই বছেরর জুন-জুলাই মাসে রিলিজ পাবে Android 12 Beta 2, 3। তারপরই রিলিজ পাবে সম্পূর্ণ ভার্সনটি।

গত ১৯ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল 9to5google সিস্টেমটির সেরা ফিচারগুলো নিয়ে একটি ভিডিও বের করে। সেই ভিডিও অনুসারে Android 12 এর কিছু পরিবর্তিত ডিজাইন ও নতুন ফিচার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা নিচে তুলে ধরা হলো-
ডিজাইনের ক্ষেত্রে এবার নতুন কালার থিম ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড। Light এবং Dark থিম দুটোতেই হালকা নীলাভ আভার দেখা মিলেছে ডেভেলাপার প্রিভিউতে। মিডিয়া প্লেয়ারের UI ডিজাইনেও আনা হয়েছে পরিবর্তন এবং কালার হিসেবে প্রাধান্য দেয়া হয়েছে নীল রঙের ওপর। থাকছে একের অধিক ব্লুটুথ ডিভাইস সংযোগের সুবিধা। সেই সাথে আবার Settings>Sound & Vibration>Media তে বাছাই করা যাবে পছন্দের মিডিয়া প্যানেল।

এই প্রথমবারের মত মার্ক আপ টুল থেকে যুক্ত করা যাবে পছন্দের ইমোজি আর টেক্সট।
Android 12 ভার্সনে Wifi পাসওয়ার্ড শেয়ার আরও সহজ করতে নতুন ফিচার হিসেবে এসেছে Nearby Share। Search করে Nearby Device সিলেক্ট করে খুব সহজেই Wifi পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এছারাও সেটিংসে টুগলের আকার পরিবর্তনসহ ছোটবড় ডিজাইনে পরিবর্তন ও নতুন ফিচার নিয়ে এসেছে গুগলের Android 12.
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা বিজ্ঞাপন দেয়, তা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) তদন্ত করে বের করার নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির পঞ্চম সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিটিআরসিকে আমরা অনুরোধ করেছি- বাংলাদেশে যেন সোশ্যাল মিডিয়ার একটি হেড অফিস থাকে। যেমন ভারতে আছে, আমাদের দেশেও যেন থাকে সেজন্য অনুরোধ করেছি। আমাদের নাগালের মধ্যে থাকলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে বলতে পারি যে, এ জিনিস আসা উচিত না। অনেক খবর আমরা দেখি ভিত্তিহীন। আইনের আওতায় আনা যায় না। আমরা চাই না নিয়ন্ত্রণ করতে কিন্তু আইনের আওতায় আসতে হবে।’
বাংলাদেশে ফেসবুকের অফিস করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি। না হলে পরে দেখা যাক কিছু ব্যবস্থা নিতে হবে। কারণ অবাধে বিভিন্ন তথ্য প্রবাহের কারণে জাতি যদি সেখানে ক্ষতিগ্রস্থ হয়। সেসব ব্যাপারে তো আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা তো দেশকে ভালোবাসি, দেশের স্বার্থ তো আমরা দেখব।’
তিনি বলেন, আপনাদের সাংবাদিকদের কোনো খবর বা নিউজ, সেগুলো নিয়ন্ত্রণ করতে চাই- এ রকম কোনো চিন্তা কমিটির নেই এবং আমরা করিও না, সরকারও করে না। যেটা মানবতাবিরোধী, রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী এ সমস্ত অপপ্রচার ও অপসংস্কৃতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য দেখা উচিত।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যারা এগুলো চালায়, নাম পরিচয় নেই। সেসব সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে যাচ্ছে। কেউ যদি অ্যাড (বিজ্ঞাপন) দেয়, বড় বড় কোম্পানি অ্যাড দেয়, তাদের টাকাটা অবৈধভাবে যাচ্ছে। মাগনা তো আর অ্যাড দেয় না। নিশ্চয়ই তাকে টাকা দেয়। কোনো বৈধ পথে দেয় না, অবৈধ পথে দেয়।’
মোজাম্মেল হক বলেন, আমি এনবিআরকে আজকের মিটিংয়ে অনুরোধ করেছি- ওই সমস্ত মিডিয়া, যাদের রেজিস্ট্রেশন নেই, পরিচয় নাই, তাদের অ্যাড দেয় কারা, কোন কোম্পানি দেয়, কীভাবে দেয়, কীভাবে সেদেশে টাকা যায়, সেগুলো যেন তদন্ত করে দেখে, সেই পরামর্শ আমরা দিয়েছি।’
নিউজ ডেস্ক: অ্যাপল ব্র্যান্ডের ডিভাইস চেনেনা এমন প্রযুক্তিপ্রেমী পাওয়া দুষ্কর। কেননা প্রযুক্তি জগতে নিজেদের একটি শক্ত অবস্থান আছে অ্যাপলের। আর সেই শক্ত অবস্থানকে দিনকে দিন আরও প্রতিষ্ঠিত করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে এই টেক জায়ান্ট।
সম্প্রতি খবর বেড়িয়েছে, অ্যাপল বাজারে স্বচালিত ইলেকট্রিক গাড়ি ছাড়ার জন্য জাপানের নিশানের সঙ্গে যোগাযোগ করেছিল। করেছিল বলা হচ্ছে একারণে যে, সে আলাপ নাকি বেশিদূর এগোয়নি। কেননা নিশান চায় না অ্যাপলের জন্য শুধু হার্ডওয়্যার সরবরাহকারীতে পরিণত হতে। অ্যাপল স্বয়ংক্রিয় গাড়ির যে আইডিয়া শেয়ার করেছে তাতে হয়তো নিশানের কাজের জায়গা ছিল ওটুকুই, মানে হার্ডওয়্যার সাপ্লাই। তাই নিশান সাফ ‘না’ করে দিয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।
নিশানের এক মুখপাত্র রয়টার্সকে বলেছে, ‘আমরা অ্যাপলের সঙ্গে আর কথা বলছিনা। তবে নিশান এই শিল্পকে (গাড়ি) এগিয়ে নিতে যে কারো সঙ্গে অংশীদার বা সহযোগী হতে সব সময় উম্মুক্ত।’
নিশানের সিওও আসসনি গুপ্তা বলেছে, ‘আমরা যেভাবে নকশা, উন্নয়ন এবং উৎপাদন করি তা একটি গাড়ি প্রস্তুতকারকের মতো, যেমন নিশানের মতো। আর বর্তমান সময়ের অন্যান্য গাড়ি প্রস্তুতকারকের মতো আমাদেরও একটি ইলেকট্রিক কার আছে। আর আমরা ২০২১ এর শেষ দিকে ‘আরিয়া’ নামের আরেকটি ইলেকট্রিক গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে আসতে যাচ্ছি।’
সুতরাং নিশানের সিওও’র ভাষায় বোঝাই যায় তারা অ্যাপলের সঙ্গে গাঁটছড়া বাঁধছে না। অন্য আরেক প্রতিবদনে জানা যায়, অ্যাপল কোরিয়ান কোম্পানি হুন্দাইর সঙ্গেও যোগাযোগ করেছিল একসঙ্গে গাড়ি আনার ব্যাপারে। আবার জাপানের সংবাদমাধ্যম ‘নিক্কি’ জানায়, অ্যাপল কমপক্ষে ৬টি জাপানি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে এবিষয়ে যোগাযোগ করেছিল।
অর্থাৎ অ্যাপল ইলেকট্রিক গাড়ির ব্যাপারে বেশ সিরিয়াস। খুব দ্রুতই হয়তো এ বিষয়ে তারা সফল হয়ে যাবে। তখন হয়তো অ্যাপল ফোনের মতো গাড়ির জগতেও আভিজাত্য বজায় রাখবে এই আমেরিকান টেক জায়ান্ট।
প্রযুক্তি ডেস্ক: কম্পিউটার কিংবা ল্যাপটপ এখন আমাদের প্রতিদিনের কাজের সঙ্গী হয়ে গেছে। দৈনন্দিন কাজ করতে আমরা অনেকেই মাউস এবং কী বোর্ড ব্যবহার করে কাজ করি। এতে অনেক সময় অপচয় হয়। তাই কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, এগুলো আয়ত্ব করলে খুব স্বল্প সময়ে কাজ সম্পন্ন করা যায়। এবার জেনে নিন উইন্ডোস ভার্সন ১০ কী বোর্ডের গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট।
নির্দিষ্ট লেখা কপি করতে Ctrl + C চাপুন।
নির্দিষ্ট লেখা মুছতে Ctrl + X চাপুন।
পেস্ট করতে চাপুন Ctrl + V.
পূর্বের অবস্থায় ফিরতে CTRL + Z চাপুন।
খুলে রাখা অ্যাপ্লিকেশন পরিবর্তন করতে চাপুন Alt + tab.
খুলে রাখা অ্যাপ্লিকেশন বন্ধ করতে চাপুন Alt + tab.
কম্পিউটার লক করতে চাপুন Windows logo + L.
অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডেস্কটপে যেতে Windows logo + D চাপুন।
সাইন ইন স্ক্রীনে পাসওয়ার্ড দেখতে Alt + F8 চাপুন।
উইন্ডো রিফ্রেশ করতে চাপুন Ctrl + R বা F5.